ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১১ টাকায়

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৬ ১০:৫৯:০৬


পুঁজিবাজারে অভিষেক হওয়া ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন শুরু হয়েছে ১১  টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “UNIONINS” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৩।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বিও হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার সোমবার (১০ জানুয়ারি) প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসিম্বর কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলনেরে জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪ টি শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা (সম্পদ পনঃমূল্যায়ন সহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০. ৯৩ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যপিটাল ম্যানেজমেন্ট।

গত ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস