ছয় ঘন্টা পর দুই মাদরাসাছাত্রকে ফেরত দিলো বিএসএফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-১৬ ১৮:৫২:১২
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর দুই মাদরাসাছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ রোববার (১৬ জানুয়ারি) বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তারা ওই দুই ছাত্রকে ফেরত দেয়।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন হিলি ক্যাম্প কমান্ডার ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেন।
ওই দুই শিক্ষার্থী হলো-রুহুল আমিন (১৩) ও রিফাত হোসেন (১৫)। তারা আলীহাট গ্রামের আনোয়ার হোসেন ও আরমান আলীর ছেলে। তারা স্থানীয় আলীহাট গাজী আমিনিয়া মাদরাসার অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে ওই দুই শিক্ষার্থী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে হাঁটতে থাকে। এসময় বিএসএফ সদস্যরা তাদের পরিচয় জানার কথা বলে ধরে নিয়ে যান।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, তারা আজ সকালে মাদরাসা থেকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে হিলিতে করোনার টিকা দিতে আসে। টিকা দেওয়া শেষে তারা দুজন সীমান্তের শূন্যরেখায় হাঁটতে যায়। এসময় তারা গল্পে গল্পে নিজেদের অজান্তে ভারতে প্রবেশ করে।
এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। বিএসএফের সদস্যরা বৈঠকে শিক্ষার্থীদের জন্মসনদ নিয়ে আসতে বলেন। বিকেল ৪টার দিকে সীমান্তের ২৮৫/১০এস পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে বিএসএফের সদস্যরা ওই দুই শিক্ষার্থীকে ফেরত দেন।
সানবিডি/এনজে