ভারতের পুঁজিবাজারে বাড়ছে নারী বিনিয়োগকারী
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৬ ১৯:১০:১৪
করোনা যেন ভারতের পুঁজিবাজারের জন্য আর্শিবাদ রুপে আগমন করেছে। করোনার দাপটে লকডাউনে ভারতে সব কিছু যখন স্থবির হয়ে পড়েছে ঠিক তখন দেশটির পুঁজিবাজারে বিপুল সংখ্যক নারী বিনিয়োগকারীর আগমন ঘটেছে।
ভারতের শেয়ারবাজারে সবসময় পুরুষ বিনিয়োগকারীদের অবস্থান বেশ শক্ত। তবে সাম্প্রতিক সময়ে এখানে নারী বিনিয়োগকারীদের পাল্লা ভারি হচ্ছে। সারা বিশ্বের মত ভারতেও ২০২০ সালে করোনার কারনে নারীদের বাড়িতে অবস্থান করতে হয়। এসময়ে অনেক নারী বিনিয়োগকারীর আগমনে ঘটে। ভারতের নারীরা এখন শেয়ারবাজার মুখি বলে রিহাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মোম্বাই শেয়ারবাজারের ৫টি ব্রোকারেজ হাউজ জিরোহা, এক্সিস সিকিউরিটিজ, আইসিআইসিআইডাইরেক্ট, ইউপিস্টক্স এবং ৫ পয়সা এর তথ্য মতে, গত দুই বছরে ভারতের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের ১৬ থেকে ২৪ শতাংশ বিনিয়োগ এসেছে। নারী বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হচ্ছেন। এতে দেশটির পুঁজিবাজারে গত দুই বছরে সুচক বেড়েছে ৪০ শতাংশ।
আপ স্টক্সের সহ-প্রতিষ্ঠাতা কবিতা প্রব্রামানিয়ান বলেন, ঐতিহ্যগতভাবে নারীরা এক সময় বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে রাখা, ব্যাঙ্কের আমানত, এফডি (ফিক্সড ডিপোজিট) এর মতো ভৌত সম্পদগুলিতে সীমাবদ্ধ ছিলেন। তবে মহামারি শুরু হওয়ার পর থেকে শেয়ারাবাজারে প্রচুর নারী বিনিয়োগকারীর আগমত ঘটেছে।
দেশটির পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীরা ইকুটিজ, মিউচুয়াল ফান্ড, বন্ড, ইন্সুরেন্স এর শেয়ারর প্রতি বেশি ঝুকছেন। এজন্য এসব কোম্পানির শেয়ারের লেনদেন বেড়েছে ৫৬ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ/এএ