যাত্রাবাড়ী থেকে ১০ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৬ ১৯:১৭:১২


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ৩-এর সহকারী পরিচালক ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

আজ শনিবার ১৫ জানুয়ারি রাতে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—  মুন্না খন্দকার (১৯), আলাউদ্দিন (২১), মাহাবুবুর রহমান (৩০), সজিব (২০), রাব্বি শেখ (২২), জুয়েল (২৪), লালন সরকার (২৮), বিল্লাল (২০), রিপন শেখ (৩০), ওয়াসিম (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ প্রায় সাত হাজার টাকা ও একটি লেজার লাইট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফারজান হক বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র ঢাকার যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে রাজী না হলে তারা প্রাণনাশের হুমকি দিতো। তাদের অত্যাচারে সাধারণ গাড়িচালকরাও অতিষ্ঠ ছিল বলে আমরা অভিযোগ পাই।

সানবিডি/এনজে