সিআইবির তথ্য দেওয়ার সময় কমাল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০১-১৬ ২১:০১:১২


মাসভিত্তিক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য দেওয়ার সময়সীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে মাসিক ব্যাচ ডাটা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। আগে এ তথ্য দিতে হতো পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে।

রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সিআইবি রিপোর্টের ঋণ তথ্য হালনাগাদ করতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, চলতি ২০২২ সালের জানুয়ারি ও পরবর্তী প্রতি মাসভিত্তিক ব্যাচ কন্ট্রিবিউশন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।

এছাড়া, সিআইবি সার্কুলার নং – ০২/২০১১ এর অনুচ্ছেদ ৩ (ক) – এ সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক টাকা বা তদুর্ধ্ব বকেয়া স্থিতিসম্পন্ন ঋণতথ্য (পজেটিভ বা নেগেটিভ ক্রেডিট কার্ডের ডাটাসহ) পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

এএ