করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৭ ১৪:৩৯:৪২
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জাতীয় সংসদ ভবন মেডিক্যাল সেন্টারের ডা. তানীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (১৬ জানুয়ারি) পরীক্ষার পর আসাদুজ্জামান নূরের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
আসাদুজ্জামান নূরের পারিবারিক সূত্র জানায়, সংসদ অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করাতে গেলে তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা ভালো আছে। এখনও কোনো জটিলতা দেখা দেয়নি। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তারা।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সানবিডি/ এন/আই