চীনের অর্থনীতি ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৭ ২১:১৭:১৩
সদ্যবিদায়ী ২০২১ সালে অর্থনীতিতে ৮.১ শতাংশ প্রবৃদ্ধি দেখতে যাচ্ছে চীন। গত বছর দেশটির শিল্প খাতে উল্লেখজনক হারে উৎপাদন বেড়েছে। চীনের জাতীয় ব্যুরো অব স্টাটিস্টিকস সোমবার এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, দেশটির শিল্প উৎপাদন এক বছরে বেড়েছে ৪.৩ শতাংশ। এরমধ্যে গাড়ি উৎপাদন বেড়েছে ৩.৪ শতাংশ। কারখানাগুলোতে ২০২১ সালে ২০২০ সালের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি বিনিয়োগ হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে, ২০১১ সালের পর এই প্রথম এক বছরে এতো প্রবৃদ্ধি দেখছে চীন। দেশটির সরকার যেখানে টার্গেট ধরেছিল ৬ শতাংশ প্রবৃদ্ধির সেখানে সেটি ৮ শতাংশকেও ছাড়িয়ে গেছে।
২০২০ সালে ৪৪ বছরের মধ্যে সর্বনি¤œ প্রবৃদ্ধি রেকর্ড হয়েছিল চীনে। তবে পরের বছরই সেটিকে ভালোভাবে সামাল দিতে পেরেছে এশিয়ার কমিউনিস্ট রাষ্ট্রটি।
সানবিডি/এনজে