বেনাপোলে ৬ মাসে ৫০৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৪:২১:০৮
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে বেনাপোল কাস্টম হাউজ। এ সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০৯ কোটি টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। কাস্টম হাউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল আড়াই হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৯৯১ কোটি টাকা। তবে ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় এ সময়ে ১০১ কোটি টাকা বেশি আদায় হয়েছে। ওই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮৮৯ কোটি টাকা।
এ বিষয়ে কাস্টম হাউজের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১১ লাখ ৫৩ হাজার ৩৪ টন পণ্য আমদানি হয়েছে। আর এ সময়ে রফতানি হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩ টন পণ্য। যেখানে ২০২০-২১ অর্থবছরের আমদানি হয়েছিল ১১ লাখ ৭৩ হাজার ৩২ টন পণ্য। রফতানি হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৯৬ টন। সেই হিসাবে গত অর্থবছরের চেয়ে এবার আমদানি কিছুটা কমলেও রফতানির পরিমাণ বেড়েছে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুল ইসলাম বলেন, শুধু ভারতের কালীতলায় অবৈধভাবে আমদানিবাহী গাড়ি আটকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এতে আমদানিকারকরা অন্য বন্দরে চলে যাচ্ছেন। আবার আমদানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরে পর্যাপ্ত সুবিধা না থাকায় বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে না। এতে কয়েক বছর ধরে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ অনিশ্চিত হয়ে পড়ছে। তার পরও চলতি বছরের প্রথম ছয় মাসে আমরা গত বছরের চেয়ে বেশি রাজস্ব আদায় করেছি।
সানবিডি/এনজে