দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১৮ ১৬:০০:৪৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৯৪ বারে ২ লাখ ২৩ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১৪ বারে ৩৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭০ বারে ২৫ লাখ ৭৩ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শেফার্ডের ৯.৬৬ শতাংশ, এসএস স্টিলের ৯.৬২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪৭ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.৪০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৭.৮৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৬৬ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস