দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৬:১১:০৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১২ বারে ৫ লাখ ৮৯ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২১ বারে ৭৭ হাজার ২৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০২ বারে ১ লাখ ৫২ হাজার ৮৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- তুংহাই নিটিংয়ের ৪.২২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.৮২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.২৬ শতাংশ, তিতাস গ্যাসের ৩.০৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২.৯৮ শতাংশ এবং ডেসকোর শেয়ার দর ২.৯১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস