ব্লক মার্কেটে লেনদেন ২৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৬:১৭:১৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪২ লাখ ৩৭ হাজার ২৭৫টি শেয়ার ৭৩ বার হাত বদলের মাধ্যমে ২৮ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৮৩ লাখ ৫৪ টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার আরডি ফুডের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে অ্যাডভেন্ট ফার্মার।
এছাড়া ব্লক মার্কেটে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার, ফারইস্ট লাইফ ১ কোটি ৬ লাখ ৫৬ হাজার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯১ লাখ ১৪ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮৬ লাখ টাকার, ইউনিক হোটেলের ৪৮ লাখ ৬৫ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৬ লাখ ৪৯ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৪৫ লাখ ৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৯ লাখ ৪৭ হাজার টাকার, আমান ফিডের ৩৪ লাখ ৪৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩৩ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩৩ লাখ ৩০ হাজার টাকার, ডেসকোর ৩২ লাখ ৭৪ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ২৮ লাখ ৪৯ হাজার টাকার এইচআর টেক্সটাইলের ২০ লাখ ৮০ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ১৫ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ১১ লাখ ৮৪ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৬৫ হাজার টাকার, ফার্মাএইডের ১০ লাখ ৬৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৮৮ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৯ লাখ ৬৮ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৯ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ২ হাজার টাকার এবং আলহাজ টেক্সটাইলের ৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস