সরকার বিদেশিদের ওপর নির্ভরশীল নয় : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৭:০০:২৫
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিদেশিদের ওপর নির্ভরশীল নয়। আমরা জনগণের শক্তির ওপর নির্ভরশীল।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তির ওপর ভর করেই দেশ পরিচালনা করেছে, রাষ্ট্রক্ষমতায় গিয়েছে। সুতরাং বিদেশে প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ করা হচ্ছে, সেটির বিরুদ্ধেও অবশ্যই সরকারের বিভিন্ন ম্যাকানিজম কাজ করছে। সরকারের পররাষ্ট্র দফতরসহ সরকারের অন্য ম্যাকানিজমগুলো কাজ করছে।
‘সরকারের সিংহাসন টলমল করছে’— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত সরকারে তো সিংহাসনই নেই। সিংহাসন হচ্ছে মধ্যযুগীয় শব্দ। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা হয়তো সিংহাসন মনে করতেন।
তিনি আরও বলেন, সরকার কিন্তু দেশ পরিচালনা করছে জনগণের রায়ে। সরকার সিংহাসনে নেই। সরকারের অবস্থান টলমলে, এটা আমরা ১২ বছর ধরে শুনে আসছি। একটু নাড়া দিলেই সরকার পড়ে যাবে, এ কথাও ১২ বছর ধরে শুনে আসছি। কর্মীরা যে হতাশ হয়ে গেছেন, সেই হতাশা থেকে মুক্ত রাখতে রিজভী সাহেবদের এসব কথা বলতে হয়।
এএ