কাল এসএমই ই-ডাটাবেজ প্রণয়ন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৯ ১৫:০৯:০২


এসএমই ফাউন্ডেশন এটুআই (a2i) এর সহযোগিতায় দেশব্যাপী এসএমই ই-ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত ডাটাবেজ প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের চারটি উপজেলা/থানায় পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার দুপুর ২:০০টায় পর্যটন ভবনের সম্মেলন কক্ষ, শৈলপ্রপাত-এ (ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হবে।

শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়াপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সানবিডি/এনজে