দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ১৫:৫৮:০৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪৯ বারে ২০ হাজার ৪১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮৭বারে ২ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শমরিতা হসপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৪৫ বারে ৫ লাখ ৪৬ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.১১ শতাংশ, বিজিআইসির ২.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২.৮৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস