বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকের তলব

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ১৮:৫৬:৪২


আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের অর্থপাচারের মামলায় বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার বক্তব্য জানতে তাদের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন– বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, এবিএম মোবারক হোসেন, একই বিভাগের উপ-পরিচালক হামিদুল আলম ও সহকারী পরিচালক কাদের আলী। দুদকের সংশ্লিষ্ট সূত্র জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান চিঠিটি পাঠিয়েছেন। আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তাকে।

২০২০ সালের জানুয়ারিতে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেই মামলার তদন্তে এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের তথ্য পেয়েছে মামলার তদন্ত সংস্থা।

তবে মামলা দায়েরের আগেই পিকে হালদার পালিয়ে কানাডা চলে যান। পালিয়ে যাওয়ার আগে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। একই সময়ে তিনি চারটি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) নিজের নিয়ন্ত্রণে ধরে রাখেন। এসব প্রতিষ্ঠান থেকে গ্রাহকের কাছ থেকে টাকা তুলে আত্মসাৎ ও বিদেশে পাচার করেন।

পিকে হালদারের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে তার ৬২ জন সহযোগীর খোঁজ পায় দুদক। তাদের মধ্যে অন্তত একডজন ব্যক্তিকে গ্রেফতার করেছে সংস্থাটি।

সানবিডি/এনজে