রোববার সংসদে ‍উঠছে ইসি গঠনে আইনের খসড়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২০ ১১:১৭:৩১


আগামী রোববার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে প্রস্তাবিত আইনের খসড়া আগামী রোববার সংসদে উঠছে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আগামী রোববার সংসদের চলতি অধিবেশনে প্রস্তাবিত আইনটি উপস্থাপন করা হবে। চলতি অধিবেশনেই তা পাশ হবে। এই আইন অনুযায়ীই নতুন নির্বাচন কমিশন গঠন হবে বলেও আশা করছি।’

এর আগে গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়াটি অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে বিভিন্ন মহল থেকে তাড়াহুড়ো না করে রাজনৈতিক দলসহ বিশিষ্ট জনদের মতামত নিয়ে আইন করা উচিত বলে দাবি উঠেছে।

আইনমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এই সময়ের মধ্যে আলোচনা করার সুযোগ কম। তবে করোনা পরিস্থিতির ওপরও অনেক কিছু নির্ভর করছে।’

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়।

সানবিডি/এনজে