সাত দিনের মধ্যে আবার বাড়ল সোনার দাম

প্রকাশ: ২০১৬-০২-১১ ১৯:৪৮:২৮


go_101802সাত দিনের মধ্যে দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে।  এবার প্রতি ভরিতে বাড়ছে এক হাজার ২২৫ টাকা । আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) এই মূল্য কার‌্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এত বলা হয়,  আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়। দ্বিতীয় দফা বাড়ানো নতুন মূল্য অনুযায়ী শনিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকায়, যা এখন বিক্রি হচ্ছে ৪৩ হাজার ৭৪০ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে এক হাজার ২২৪ টাকা বেড়ে ৪২ হাজার ৮৬৫ টাকায় বিক্রি হবে। এর বর্তমান মূল্য ৪১ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৬ হাজার ২১৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৪ হাজার ৯৯২ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২৩ হাজার ৯১১ টাকার পরিবর্তে ২৫ হাজার ১৩৬ টাকায় বিক্রি হবে।

প্রতিভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ এবং ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। আর পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা।

সানবিডি/ঢাকা/আহো