১৮ শতাংশ কমেছে রাশিয়ার গম রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ০৯:৩৫:৩৪
রাশিয়ায় চলতি বিপণন মৌসুমে (জুলাই’ ২১-জুন’ ২২) গম রফতানির পরিমাণ দুর্বল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশটির রফতানি পরিমাণে নেতিবাচক অবস্থা কৃষিপণ্যটির দাম কমিয়ে আনতেও প্রভাব রাখছে। মৌসুমের প্রথম মাস থেকে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত রাশিয়ার গম রফতানির পরিমাণ ছিল ২ কোটি ২৭ লাখ টন, যা গত বিপণন মৌসুমের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কম। সম্প্রতি প্রকাশিত রাশিয়ান ফেডেরাল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিলেন্সের তথ্য অনুসারে এমনটা দেখা যায়। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
১৩ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে রাশিয়ান গমের সবচেয়ে বড় ক্রেতা ছিল তুরস্ক। এ সময় রাশিয়া থেকে ৪৬ লাখ টন গম ক্রয় করে দেশটি। একই সময়ে রাশিয়ার আরো দুই উল্লেখযোগ্য ক্রেতা মিসর ও কাজাখস্তানের গম আমদানির পরিমাণ ছিল যথাক্রমে ৩৫ ও ১৭ লাখ টন।
বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী চলতি বিপণন মৌসুমে রাশিয়ার মোট গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৩ কোটি ৬৫ লাখ টন। ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটির রফতানীকৃত গমের পরিমাণ ছিল ৩ কোটি ৮৫ লাখ টন। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের দেয়া তথ্যে এটি দেখা যায়।
২০২১-২২ মৌসুমের ৩০ ডিসেম্বর পর্যন্ত করা প্রাক্কলন অনুযায়ী রাশিয়ার গম সংগ্রহের পরিমাণ ছিল ৭ কোটি ৯১ লাখ টন। এক বছর আগে একই সময়ে দেশটির উৎপাদিত গমের পরিমাণ ছিল ৮ কোটি ৮১ লাখ টন। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এমনটা জানা যায়। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার দরুন দেশটির গম উৎপাদন কমবে। বিশেষ করে শুষ্ক ও উষ্ম গ্রীষ্মকালীন আবহাওয়া এতে বেশি প্রভাব রাখে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন ২০২১-২২ বিপণন মৌসুমে রাশিয়ার প্রাক্কলিত গম উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৭ কোটি ৭৬ লাখ টন।
সানবিডি/এনজে