সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফার্মা এইড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১০:২৪:১৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৭৭ লাখ ৪০০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের দর বেড়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হেবি কেমিক্যালের দর বেড়েছে ২৩ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সমরিতা হসপিটালের ২২.২৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ২১.৮১ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১৯.৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.২১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৬.০৮ শতাংশ, জেমিনী সী ফুডের ১৫.৭৯ শতাংশ এবং এসিআই ফর্মুলেশনের ১৫.২১ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস