বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১৩:২৯:২২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় ওই চালকের সহকারীসহ দুজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন (মাটির ঘর) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালকের নাম মাসুদ রানা (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।
ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ব্যাপারে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর (হাকিমপুর) থেকে যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল।
জয়পুরহাট শহর থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় পেছন থেকে বাসটি ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মাসুদ রানা নিহত এবং তার সহকারী মনোরঞ্জনসহ দুজন আহত হন। আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
নিহত পিকআপচালকের লাশ ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে