রাবি শিক্ষকের হাত ভাঙল হিজড়ারা

প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:২৪:২৭


01_101849চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনের হাত ভেঙে দিয়েছে হিজড়ারা। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অকটায় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সনি, রিয়া ও শাহানা নামে তিন হিজড়াকে আটক করেছে মতিহার থানা পুলিশ।

আহত কামাল হোসেন জানান, তার বাম হাত ভেঙে গেছে এবং তিনি ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

জানা গেছে, দুপুরের ‍দিকে চার হিজড়া মো. কামাল হোসেনের অকটায় মোড়ের বাসায় যান। তারা কামাল হোসেনের দুই বছরের সন্তানকে নিয়ে জোর করে খেলা দেখাতে থাকেন। খেলা দেখানো শেষে তারা পাঁচ হাজার টাকা দাবি করেন। কামাল হোসেনের স্ত্রী তাদের ৮০০ টাকা দেন। কিন্তু হিজড়া সদস্যরা পুরো পাঁচ হাজার টাকাই দাবি করেন। বাকি টাকা দিতে না চাইলে তারা বাচ্চাটিকে নিয়ে চলে যেতে থাকেন।

এসময় কামাল হোসেন বাধা দিলে হিজড়ারা তাকে কিল, ঘুষি মারতে থাকে। এর একপর্যায়ে ওই শিক্ষকের বাম হাত ভেঙে যায়। স্থানীয়রা কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, টাকা দিতে না চাওয়ায় ওই শিক্ষককে হিজড়ারা মারপিট করেছে। খবর পেয়ে তিন হিজড়াকে আটক করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো