সু চির দলের সাবেক সংসদ সদস্যসহ দুজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১৫:৪৭:১৮


মিয়ানমারে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসির (এনএলডি) একজন সাবেক সংসদ সদস্যসহ দুজনের  মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।

দণ্ডিতরা হলেন-সাবেক সংসদ সদস্য ফিও জয়র থাউ এবং অন্যজন গণতন্ত্রপন্থি নেতা কিয়াউ মিন ইউ।

শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এ বিষয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ইয়াঙ্গুনের একটি ফ্ল্যাট থেকে দুটি পিস্তল, একটি বন্দুক এবং বেশকিছু গুলিসহ এনএলডি নেতা ও জনপ্রিয় হিপহপ সংগীতশিল্পী ফিও জয়র থাউকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন মিয়ানমার জান্তা সরকার।

মিয়ানমারের জান্তা পরিচালিত সংবাদমাধ্যমের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিবৃতির সঙ্গে ফিয়াউ জয়র থাউ এবং কিয়াউ মিন ইউ’র হাতকড়া পরিহিত ছবিও প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকারের মিডিয়া টিম।

সানবিডি/এনজে