ডিন্‌স অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৯০ শিক্ষার্থী

প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:৪৩:৫৮


2016_02_11_17_35_13_NzDQJOZ8A2mIjvheaqyBSxZGaP1qSf_originalঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২০১৩ ও ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৯০ জন শিক্ষার্থীকে ‘ডিন্‌স অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ডিন্‌স অ্যাওয়ার্ড পাওয়ায় মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘নিয়মিত লেখাপড়া ও কঠিন পরিশ্রমের ফলে তোমরা এই অ্যাওয়ার্ড অর্জন করেছো ফলে পরিবার, সমাজ, দেশ ও জাতির প্রতি তোমাদের দায়িত্ববোধ বেড়ে গেছে। তোমরা তোমাদের ওপর অর্পিত এ দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘মানবিক শিক্ষা ছাড়া মূল্যবোধ ও মনুষ্যত্বের বিকাশ হয় না। বিশ্বে আজ জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ হচ্ছে কিন্তু সব মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত হচ্ছে না। তাই সমাজে অনেক মানুষ অমানুষের মতো কাজ করছে। বিশ্বকে শান্তির বিশ্ব বানাতে সবাইকে জ্ঞান-বিজ্ঞানের সব শাখার সঙ্গে মানবিক ও মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে হবে।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবি ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এএফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্য থেকে উন্মেষ রায় ও নুসরাত গুলজার।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে কলা অনুষদের তৎকালীন ডিন ড. কাজী শহিদুল্লাহ এই ডিন্‌স অ্যাওয়ার্ড চালু করেন।

সানবিডি/ঢাকা/আহো