বিডি থাই ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৩ ১৬:৫০:১৮
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা ১১ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা বা ১১ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ২০ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.১২ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস