জরুরি বৈঠকে আরব লিগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৩ ১৬:৫৪:৫৬
হুতি বিদ্রোহী ইস্যুতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সংগঠন আরব লিগ রোববার এক জরুরি বৈঠক ডেকেছে।
সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় তিনজন নিহতের ঘটনায় এ বৈঠক আহ্বান করা হয়েছে। খবর আনাদোলুর।
আমিরাতের বিশেষ অনুরোধে আরব লিগ এ বৈঠকে বসছে। মিসরে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আহমেদ আল-বকর এক বিবৃতিতে এ তথ্য জানান।
এই বিবৃতিতে রাষ্ট্রদূত আহমেদ আল-বকর বলেন, বৈঠকে আবুধাবিতে হুতিদের সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা হবে।
আবুধাবি বিমানবন্দরে গত সোমবার হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই ভারতীয় এবং একজন পাকিস্তানি নিহত হন।
আমিরাত বলেছে, আমদেরও পাল্টা হামলা করার অধিকার রয়েছে। আমরা চুপ করে বসে থাকব না।
২০১৫ সাল থেকে সৌদি আরবের সামরিক জোট ইয়েমেনের ওপর হামলা চালিয়ে আসছে।
সানবিডি/এনজে