হিলিতে ফের কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৪ ০৯:১৬:৪৭
চলতি পেঁয়াজ মৌসুমে বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দিনাজপুরের হিলি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অনেকটাই কমেছে। আমদানি কমার পাশাপাশি কমেছে পণ্যটির দামও। একইভাবে দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১-২২ টাকা কেজি দরে, যা কয়েক দিন আগে ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। নাসিক জাতের বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা কেজি দরে। হিলি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি একেবারেই কমে এসেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে দুই ট্রাকে নেমেছে।
সানবিডি/এনজে