আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-২৬ ০৯:২৬:১৪


আজ (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যথাযোগ্য মর্যাদা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্যতথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ

উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করোনাকালীন ডিজিটাল ফ্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে কাস্টমস সেবা আরও উন্নত করা যায়, সে লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে উপলক্ষে সেমিনারমতবিনিময় সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে

এ সময় তিনি বলেন, করোনাকালীন সীমিত জনবল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আমদানিরপ্তানি কার্যক্রম সচল রাখার ব্যাপারে এনবিআর অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে গেছে করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য কোনোভাবে যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রহমাতুল মুনিম বলেন, কাস্টমস হাউজে পণ্য ছাড়করণ বা রাজস্ব কর্মকর্তার দ্বারা কোনো ব্যবসায়ী হয়রানি হয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, ভুক্তভোগিকে বলবো অভিযোগ দেন আমরা ব্যবস্থা নেবো

এলডিসি থেকে উত্তরণের পর রাজস্ব আহরণে কী ধরনের চ্যালেঞ্জ হবেএমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এলডিসি থেকে উত্তরণে আমদানি রপ্তানিতে আমাদের যে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে সেটা সক্রিয় বিবেচনায় আছে চ্যালেঞ্জ উত্তরণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে এছাড়া অনেকগুলো সাবকমিটি করা হয়েছে তারাও কাজ করছে

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি ধাপেই অনেক চ্যালেঞ্জ আসবে কাস্টমসের আয় কমে আসবে কাস্টমসের আয় হ্রাস সেটা অভ্যন্তরীণ ভ্যাট আয়কর থেকে পুনরুদ্ধার করতে হবে আমরা সেই জায়গাটাকে সমন্বয় করার চেষ্টা করছি

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাইডিসেম্বর) ৭৭ হাজার ১৫০ কোটি টাকার শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ

কাস্টমস দিবস উপলক্ষে আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেমিনারের আয়োজন করা হয়েছে সেমিনারে কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, . মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন

সানবিডি/এনজে