আবারও আইএএমএফ প্রধান লাগারদে
আপডেট: ২০১৬-০২-১২ ১৪:৪২:৪৩
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান পদে আবারও আসছেন ক্রিস্টিন লাগারদে। দ্বিতীয় মেয়াদে আরও ৫ বছরের জন্য আইএমএফ এর প্রধানের পদের জন্য তাকে মনোনীত করা হয়েছে।
আইএমএফের প্রধান হিসেবে ফ্রান্সের এই নারীর কার্যকাল শেষ হবে চলতি বছরের ৫ জুলাই। তার আগেই ওই পদে নিজের অবস্থান নিশ্চিত করলেন লাগারদ। শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়েছে আইএমএফ প্রধানের এই পদটি পেতে শেষ পর্যন্ত আর কেউ লড়ছেন না। ফলে একমাত্র প্রার্থী হিসেবে নিশ্চিত ভাবেই তিনি আবার ওই পদেই থেকে যাচ্ছেন।
এ বিষয়ে আইএমএফ নির্বাহী বোর্ডের ডিন অ্যালেক্সাই মোজহিন বলেন, পদটির জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ গত ১০ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এই সময়ের মধ্যে লাগারদ ছাড়া আর কারও মনোনয়নপত্র জমা পরেনি। এই অবস্থায় একমাত্র প্রার্থী বর্তমান প্রধান ক্রিস্টিন লাগারদেকে পদটির জন্য আবার পাঁচ বছর মেয়াদে মনোনীত করা হয়েছে বলে জানান অ্যালেক্সাই মোজহিন।
এদিকে ক্রিস্টিন লাগারদ ইতোমধ্যে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক পরাশক্তি দেশসমূহের সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়েছেন। উল্লেখ, নিয়ম ভেঙে প্রভাবশালী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড তাপেইকে প্রচুর অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে লাগারদের বিরুদ্ধে। এটি ২০০৮ সালের ঘটনা। ওই সময় তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন। এজন্য তাকে গত মাসে কাঠগড়ায় দাঁড়াতে হয়। ফরাসি আদালত তাপেইকে সুদসহ ওই পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে বলেছেন।
তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আইএমএফ প্রধান। ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী লাগারদে আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ সালে দায়িত্ব গ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/আহো