ড. মাহাথিরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৬ ১৪:৫০:০৯


আধুনিক মালয়েশিয়ার রুপকার দেশটির দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ড. মাহাথির মোহাম্মাদ। অসুস্থ হয়ে তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাশিয়ার সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মাহাথির মেয়ে মেরিনা জানিয়েছেন, মাহাথিরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন।

৯৬ বছর বয়সি মাহাথির মানুষকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তির পর বিভিন্ন দেশের নেতা ও জনগণ মাহাথিরের আরোগ্য কামনা করেছেন। এ প্রসঙ্গে মেরিনা বলেন, যারা মাহাথিরের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন; তাদের প্রতি মাহাথির ও তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।

সানবিডি/এনজে