আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৬ ১৪:৫৯:০৮


ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার স্বাভাবিক রয়েছে। অপরদিকে বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া কাস্টমস ও বন্দর কার্যক্রম স্বাভাবিক আছে বলেও কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, প্রজাতন্ত্র দিবসের কারণে ভারতে বুধবার সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সানবিডি/এনজে