বগুড়ায় বাসচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-২৬ ১৮:৩০:০৫
বগুড়ার শেরপুরে বাস-সিএনজি’র সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার বিকেল ৫টার দিকে রাণীর মোড় এলাকায় হানিফ পরিবহনের সংগে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি’র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী প্রাণ হারান। নিহতদের চারজন পুরুষ, একজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আমিনুল জানান, এ ঘটনায় সিএনজি’র আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এএ