বিরোধীদের পদত্যাগের ডাক প্রত্যাখান বরিস জনসনের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৭ ১০:২৭:৫০


মহামারি করোনার সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার আচরণবিধি ভঙ্গ করলে মন্ত্রীদের পদ ছাড়ার নিয়ম স্বীকার করে নিলেও বিরোধী দলের পদত্যাগের ডাক প্রত্যাখ্যান করেছেন তিনি।

২০১৯ সালে কনজারভেটিভ পার্টির ইতিহাসে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় জয় নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন।

এ বিষয়ে রাশিয়ার সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনের সময় মদপানের একাধিক পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে ব্রিটিশ ক্যাবিনেট অফিস ও পুলিশ আলাদাভাবে তদন্তও শুরু করেছে।

বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন প্রধানমন্ত্রী বরিস। সেখানে লকডাউনের মধ্যে পার্টি করা নিয়ে তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

সানবিডি/এনজে