ইলেকট্রনিক্স সেক্টর নিয়ে বিশাল পরিকল্পনা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৭ ১৩:০৮:১৪


ইলেকট্রনিক্স সেক্টর নিয়ে বিশাল পরিকল্পনা করেছে ভারত। ‘২০২৬ সালের মধ্যে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের ইলেকট্রনিক্স উৎপাদন ও রফতানি’ শীর্ষক রোডম্যাপ এবং ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।

এই খবরে বলা হয়, ভারতের ইলেকট্রনিক্স সেক্টরে বিপ্লব আনার পরিকল্পনা করা হয়েছে। এ সেক্টরে উৎপাদন বাড়িয়ে দেশের উন্নতিতে জোর দিতে চায় কেন্দ্রীয় সরকার। ভারতের অভ্যন্তরীণ বাজার আগামী ৫ বছরে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৮০ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে আরও বলা হয়,  ২০২৬ সালের মধ্যে ভারতের ২-৩টি শীর্ষ রপ্তানির মধ্যে একটি হবে ইলেকট্রনিক্স দ্রব্য। মোবাইল ফোন, আইটি হার্ডওয়ার (ল্যাপটপ, ট্যাবলেট), কনজিউমার ইলেকট্রনিক্স (টিভি এবং অডিও), ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অটো ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক উপাদান, এলইডি লাইটিং, পিসিবিএ, ওয়্যারেবল এবং টেলিকম সরঞ্জাম উত্পাদনে জোর দেওয়া হবে।

মোবাইল ম্যানুফ্যাকচারিং ১০০ বিলিয়ন মার্কিন ডলার বার্ষিক উৎপাদন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বার্ষিক উৎপাদন আছে।

সানবিডি/এনজে