সানির ভ্যালেন্টাইনস প্ল্যান শুনবেন?

আপডেট: ২০১৬-০২-১২ ২০:১৩:০৪


sunny-655x360_97888মেয়েদের উপহার দেওয়া নাকি বড় কঠিন কাজ। এমনটাই মনে করেন অধিকাংশ পুরুষ। আর সেই মহিলা যদি হন সানি লিওন তা হলে দায়িত্ব আরও বাড়ে বৈকি। কিন্তু ‘ভ্যালেন্টাইনস ডে’র আগে সেই ভাবনাকে জাস্ট উড়িয়ে দিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

হাসতে হাসতে বললেন, ‘‘আমাদের রিলেশনে আমিই গিফট গিভার। এত বছর ধরে এটা চলছে যে অভ্যেস হয়ে গিয়েছে। এখন তো এমন হয়েছে আমি যেটাই সানিকে উপহার দিই ও বলে ওটাই নাকি তার প্রয়োজন ছিল।’’

কী ভাবে কাটবে তাঁদের এ বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’?

আসলে বছরটা ভালই শুরু করেছেন সানি। মস্তিজাদের ২৮ কোটির ব্যবসা হোক বা বিতর্কিত সাক্ষাত্কারের পর গোটা বলিউডের সমর্থন- ভালই এগোচ্ছিল সব কিছু। আমির খানের সঙ্গে স্পেশাল লাঞ্চও পেজ-থ্রির হেডলাইনে। কিন্তু হঠাতই আইনি ঝামেলায় বিপর্যস্ত সানি ‘ভ্যালেন্টাইনস ডে’ দেশের বাইরে কাটানোরই প্ল্যান করেছেন। তাই দু’দিন আগেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পাড়ি দিলেন লস অ্যাঞ্জেলসে।

সানির জন্য কোনও স্পেশাল গিফট কিনেছেন নাকি ড্যানিয়েল?

না! সে কথা এখনই শেয়ার করতে চান না তিনি। তবে জানালেন, ‘‘আমার মনে পড়ছে এক বছর আমরা স্পেশাল ডিনার করেছিলাম, কোনও এক বছর প্যারাশুট জাম্প করেছিলাম…। দেখি এ বছর কী হয়।’’

এক্সপেরিয়েন্স তো শেয়ার করলেন ড্যানিয়েল। ওঁদের এ বারের প্ল্যানটা আপনি গেস করবেন নাকি?

সানবিডি/ঢাকা/রাআ