প্রকল্প বাস্তবায়নে এসডিজি অর্জনে গুরুত্ব দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৯ ১৫:৪৮:০৪
গুড নেইবারস্ বাংলাদেশ (জিএনবি)’র বার্ষিক সম্মেলনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে বক্তারা নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ওই লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা প্রকাশ করেছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।
সম্মেলনে বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম ও পরিচালক (যুগ্ম সচিব) ডা. মো. আশফাকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সম্মেলনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম টেকসই উন্নয়নের স্বার্থে প্রকল্প প্রণয়নে এসডিজিকে বিবেচনায় রাখতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দাতা সংস্থাকে আকৃষ্ট করতে হবে। একই সঙ্গে উন্নয়ন সংস্থাগুলোকে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। তবেই দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সমাজিক অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে।
সানবিডি/এনজে