মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩০ ১০:৩৩:৫৭
কক্সবাজারের মাতারবাড়ীতে জাপানের অর্থায়নে নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। এ জন্য একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করে তারা বলেছেন, জাপানের উচিত বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে অর্থায়ন বন্ধ করা। কারণ, এর কার্বন নির্গমন বৈশ্বিক উষ্ণতাকে ত্বরান্বিত করবে এবং নিম্নভূমির বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকিতে ফেলবে। খবর রয়টার্সের।
জলবায়ুকর্মীরা বলেছেন, ২০২১ সালের শেষ নাগাদ বিদেশে ক্ষতিকর কয়লা বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন বন্ধ করার জন্য গত বছরের মে মাসে জাপানসহ জি৭ দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন, তোশিবা ও আইএইচআই করপোরেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে।
পরিবেশকর্মীরা বলছেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটি স্থানীয়দের জীবন ও জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং বৃহত্তর জলবায়ু সমস্যাকে প্রকট করে তুলেছে। ‘ফ্রাইডেস ফর ফিউচার জাপান’ নামে ছাত্র আন্দোলনের কর্মী কেনতারো ইয়ামামোতো শুক্রবার একটি অনলাইন ইভেন্টে বলেন, ‘এই প্রকল্প বাংলাদেশ এবং এই গ্রহের মানুষের ক্ষতি করছে। প্রকল্পটির ফলে প্রায় ২০ হাজার মানুষ জমি, ঘরবাড়ি এবং কাজের সুযোগ হারাবে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এবং বিষাক্ত বর্জ্যের কারণে প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারাতে পারে।’
সানবিডি/এনজে