বাংলাদেশকে ঋণ প্রদানে বিশ্বব্যাংককে ছাড়িয়েছে এডিবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩০ ১২:৪০:০২


মহামারি করোনার প্রকোপের মধ্যেও থেমে নেই দেশের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ। চলছে স্বাভাবিক গতিতে। প্রকল্প বাস্তবায়নে পড়তে হয়নি কোনো সমস্যায়। এটা সম্ভব হয়েছে অনেকটা বৈদেশিক ঋণের গতি বেড়ে যাওয়ায়। করোনায় চাহিদামতো বৈদেশিক ঋণ পাওয়ায় চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে দেশে বৈদেশিক সহায়তায় ঋণ ছাড়ের পরিমাণ বেড়েছে। এরই মধ্যে ছাড় করা হয়েছে ৪১৭ কোটি ৫৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ হাজার ৯১২ কোটি টাকা (প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে)। একই সময়ে ঋণ সহায়তায় বিশ্বব্যাংককে ছাড়িয়ে গেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ও চীন। কিছুটা পিছিয়েছে বিশ্বব্যাংক।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ডিসেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ২০২০-২১ অর্থবছরে একই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করেছিল মাত্র ৩০০ কোটি ডলার। ফলে একই সময়ে বছরের ব্যবধানে ১১৭ কোটি ডলার বা ১০ হাজার ৬২ কোটি টাকা বেশি ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা।

অন্যদিকে ছয় মাসে ঋণ দেওয়ার আশ্বাসও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ছয় মাসে ৪৪০ কোটি ডলারের আশ্বাস পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪০ কোটি ডলার।

গত ছয় মাসে অর্থছাড়ে এগিয়ে আছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ঋণ ছাড় করেছে ১৭২ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার ৭৯২ কোটি টাকা। এর পরই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অবস্থান। এই সময়ে সংস্থাটি অর্থ ছাড় করেছে ৮১ কোটি ৭৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৩১ কোটি টাকা। জাপানের পর ঋণছাড়ে এগিয়ে চীন। একই সময়ে দেশটি ৪৩ কোটি ডলার অর্থ ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬৯৮ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সব সময় ঋণছাড়ে এক নম্বরে থাকলেও এবার চার নম্বরে নেমে এসেছে। সংস্থাটি ছয় মাসে ৪২ কোটি ডলার অর্থ ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬২১ কোটি টাকা। এর পরেই রয়েছে রাশিয়া। তারা ৩৫ দশমিক ৭৯ কোটি ডলার ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ৩ হাজার ৭৭ কোটি টাকা।

সানবিডি/এনজে