১২ বছরের উপরের সবাই পাবে টিকা, ৪০ হলেই বুস্টার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩০ ১৩:৫৩:৫৩
মহামারি করোনার সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। পাশাপাশি ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বুস্টার ডোজের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে আমরা ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে ৪০ বছর বয়সের ওপরের সবাইকেই বুস্টার ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বাড়ছে। আর এটাকে মৃদু বলে হালকাভাবে নিলে চলবে না। দেশে যে হারে আক্রান্ত বাড়ছে এভাবে বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না।
তিনি বলেন, একসময় তিন থেকে চারশ মানুষ আক্রান্ত হতো এখন সেই সংখ্যা বেড়ে ১০ থেকে ১৫ হাজার হয়েছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। বেপরোয়া ভাবে চলাফেরায় করায় সংক্রমণ বাড়ছে।
সানবিডি/এনজে