হেলেনা জাহাঙ্গীরের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন
আপডেট: ২০১৬-০২-১৩ ১০:৩৯:৩২
বিশিষ্ট সমাজসেবী ও সফল নারী উদ্যোগক্তা হেলেনা জাহাঙ্গীরের (সিস্টার হেলেন) তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চে। শুক্রবার বিকেল ৪টায় এ বইয়ের মোড়ক উন্মোচিত হয়।
এই বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকমল বড়ুয়া, আলী ইমাম, রাকিব হাসান, গোলাম মাওলা, কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী, কবি শামীম রুমীসহ আরো অনেকে।
ভ্যালেন্টাইন’স ডে ও পহেলা ফাল্গুনকে সামনে রেখে এ বইমেলায় হেলেনা জাহাঙ্গীরের ‘সত্তা’ ‘ফেইজবুকের পাতা থেকে’ এবং ‘সময়ের দর্পণ’ নামক তিনটি বই ব্যপক সারা ফেলবে বলে মনে করছেন মোড়ক উন্মোচিত অতিথিরা।
বই তিনটি প্রকাশ করেছে দ্য ইউনির্ভাসাল প্রকাশনি। স্টল নং ৪০১, ৪০২, ৪০৩।
এসময় আরো যারা উপস্থিত ছিলেন কবি আবু নাসের, জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেক লেখক সাহিত্যিক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস