এমএফএস প্রতিষ্ঠান গুলোকে বিওর সাথে যুক্ত করার চিন্তা করছে ডিএসই
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-৩১ ১১:১৯:০৩
বিকাশ, নগদ,রকেট ও উপায়ের মতো প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার চিন্তা করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ নতুন ট্রেক থ্রিআই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এ কথা বলেন।
তিনি বলেন, যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশ,নগদ,রকেট,উপায়ের মাধ্যমে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও শেয়ারবাজারে আসুক।
সোমবার (৩১ জানুয়ারি) থ্রিআই সিকিউরিটিজের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এমন মন্তব্য করেন।
তিনি বলেন, যেখানে জিডিপি ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিবির সঙ্গে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।
থ্রিআই এর কর্ণধার ইস্তাক আহমেদ বলেন, বিনিয়োগকারীদের আমরা কোন পরামর্শ দিতে পারিনা। আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে বিনিয়োগের সুযোগ করে দিতে চাই তিনি বলেন, আমরা নতুন বিনিয়োগ বাজারে আনতে কাজ করছি। জাপানি একটি প্রতিষ্ঠানের সাথে আমাদের সাথে কথা হয়েছে। তারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজার বিনিয়োগে আসবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থ্রিআই সিকিউরিটিজের সিইও ইস্তাক আহমেদসহ অনেকে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস