বেঠকে বসছে ওপেক নেতৃবৃন্দ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩১ ১৯:৩৩:১৮
অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম। যেটা সারা বিশ্বে চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। এর একটি সমাধান খুঁজে বের করতে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলোর নেতৃবৃন্দ।
এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ তেল-উৎপাদনকারী দেশগুলো বুধবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। চাহিদা অনুসারে তেলের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ বিষয় আলোচনায় স্থান পাবে বলে ধারনা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে ভূ-রাজনৈতিক অস্থিরতায় অপরিশোধিত তেলের দাম অব্যাহতভাবে বাড়চে। যা সাত বছরের মধ্যে উচ্চতায় ঠেকেছে।
কোভিড-১৯ মহামারীর কারনে তেল রপ্তানিকারকদের সংগঠন (ওপেক) ভুক্ত ১৩টি দেশ ও এর সহযোগি ১০টি দেশের প্রতিনিধিরা নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মিলিত হবেন।
বিশ্লেষকরা আশা করছেন এ বৈঠকের মাধ্যমে সৌদি আরব এবং রাশিয়া তাদের প্রতিদিনের তেল উৎপাদন ৪০০,০০০ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নেবে।
গত বুধবার অপোরিশোধিত প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৯০ ডলারে। যা ছিল ২০১৪ সালে পর সর্বোচ্চ দাম।
এসএ/এএ