সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-৩১ ১৯:৫০:৩৭
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তারও উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
মন্ত্রীর করোনার কারণে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা আপাতত দেখা যায়নি। তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। সবার সাথে নিয়মিত মোবাইলে কথা বলছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন বলে জানান মুহম্মদ মোহসিন রেজা।
এএ