বেড়েছে এশিয়া অঞ্চলে শেয়ারর দাম

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-৩১ ২০:৫০:০৫


অব্যাহতভাবে কমতে থাকা এশিয়া অঞ্চলের পুঁজিবাজারে সুবাতাস বইতে শুরু করেছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (৩১ জানুয়ারি) এশিয়া অঞ্চলের পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখি।

জাপানের নিকি-২২৫ সূচক বেড়েছে ১.০৭ শতাংশ। বর্তমানে নিকি-২২৫ সূচকের অবস্থান ২৭,০০১.৯৮ পয়েন্ট। এদিকে টপিক্স সূচক ১.০১ শতাংশ বেড়ে ১,৮৯৫.৯৩ পয়েন্টে পৌঁছেছে।

হংকং এর পুঁজিবাজারে হ্যাংসেং সূচক ১.০৭ শতাংশ বেড়েছে ২৩,৮০২.২৬ পয়েন্ট হয়েছে। এদিকে সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচক ০.১ শতাংশ বেড়ে দিন শেষে ৩,২৪৯.৫৯ পয়েন্ট হয়েছে।

ভারতের পুঁজিবাজারে নিফটি-৫০ ও বিএসই সেনসেক্স উভয়ই প্রায় ১.৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এসএ