জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০১ ১৫:৫১:১১
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় ‘কয়েকগুণ বেড়েছে’উল্লেখ করে বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিনদিন আকাশচুম্বী হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে দিন কাটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমনবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ হলে জীবন বাঁচাতে মানুষের মাঝে হাহাকার উঠবে।’
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি দেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো মূল্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছিল। তবে ওই প্রস্তাব ‘বিধিবহির্ভূত’ ছিল উল্লেখ করে ফেরত পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রসঙ্গটি টেনে বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘এ সময় জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত। সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রমাণ হবে দেশের মানুষের প্রতি সরকারের কোনও দরদ নেই।’
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, ‘এমনিতেই গ্যাসের বিল পরিশোধ করার পরও রান্নার জন্য লাইনে গ্যাস পায় না সাধারন মানুষ। সে জন্য নিয়মিত গ্যাসের বিল দেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকে। আবার কেউ কেউ অতিরিক্ত খরচ করে কাঠের চুলাও ব্যবহার করছে রান্নার জন্য।’
সানবিডি/এনজে