অভিজিৎ হত্যার কোনো ক্লু এখনো খুঁজে পাইনি

প্রকাশ: ২০১৬-০২-১৩ ১৩:২৬:৫১


IGPমুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহীদুল হক বলেছেন, এটাই একমাত্র হত্যাকাণ্ড যার কোনো ক্লু আমরা এখনো খুঁজে পাইনি। এ ঘটনায় যদি আমরা একজনকেও ধরতে পারি তবে পুরো ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

রাজধানীর শাহবাগস্থ ঢাকা ক্লাবে সাবেক ডিআইজি শফিক উল্লাহর গ্রন্থ ‘এক পুলিশের ডায়েরি’র প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্ন ঘটনায় যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে এখন বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।’

এক পুলিশের ডায়েরি গ্রন্থের ব্যাপারে মন্তব্য করে তিনি বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত ডায়েরি নয়, এটি ইতিহাস ঐতিহ্যের ডায়েরি। এখানে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসকদের কথা রয়েছে। রয়েছে দেশের আর্থ-সামাজিক রাজনীতির প্রসঙ্গ। এই বইটি পড়লে পুলিশ সদস্যরা উপকৃত হবেন।’

প্রতিকূল পরিবেশে সামরিক শাসকদের চাপে পড়ে পুলিশ কিভাবে কাজ করেছেন, বইটিতে তারও উল্লেখ আছে জানিয়ে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর সুনাম নষ্ট করতে বিভিন্ন সময় সামরিক শাসকদের নানা প্রচেষ্টার কথা উল্লেখ আছে বইটিতে।’

গ্রন্থকার শফিক উল্লাহ বলেন, ‘আমার চাকরি জীবন ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বইটি আমি লিখেছি। আমার দীর্ঘ ৩০ বছরের পুলিশ জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ উল্লেখ আছে এতে।’

তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার আত্ম-সমালোচনা করেন, কেন মানুষ আপনাদের নিয়ে নেতিবাচক সমালোচনা করে।’

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের ব্যাপারে আপনাদের নেতিবাচক ধারণা বদলান। তারাও রক্ত-মাংসের মানুষ। কয়েকদিন প্রশিক্ষণ নিলেই পুলিশ রোবর্ট হয়ে যায় না। আমার এই বইটি পড়লে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক ধারণা আছে তা অকনেকখানি কেটে যাবে।’

বইটি লেখার পর আমার মনে হয়েছে আরো অনেক কিছু লেখার প্রয়োজন ছিল। তাই কিছুটা অতৃপ্তি আছে তবে অসন্তুষ্টি নেই- যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নিঈম নিজাম ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদ রেজা।

সানিবডি/ঢাকা/এসএস