দর পতনের শীর্ষে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০১ ১৬:১৬:৫১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৭ বারে ২ লাখ ১৩ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা  ফরচুন সুজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৮ বারে ৬ লাখ ৫১ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১৯৮ বারে ৬ লাখ ৫১ হাজার ১৮৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কুইন সাউথ টেক্সটাইলের ৩.১০ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ২.৯৭ শতাংশ, লিনডে বিডির ২.৭৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৫৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৫২ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ২.৩৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস