সাতক্ষীরা মেডিকেলের নতুন পরিচালক ডা. কুদরত-ই-খুদা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-০১ ১৭:৫৮:০৯


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন হলেন ডা. কুদরত-ই-খুদা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাসপাতালের নতুন পরিচালক পদে তিনি যোগদান করেন।

এর আগে ৩০ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. কুদরত-ই-খুদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিইনটেনডেন্ট পদ থেকে পরিচালক পদে পদায়ন করা হয়।

হাসপাতালের পরিচালক পদে ডা. কুদরত-ই-খুদার যোগদানের পর চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ইন্টার্ন চিকিৎসক ও আউট সোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এএ