সরস্বতী পূজা উদযাপন

প্রকাশ: ২০১৬-০২-১৩ ১৩:৪৬:৩৯


image_29_5713হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটিশ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। আজ ১৩ ফেব্রুয়ারি পূজা ও বসন্তকে একসাথে বরণ করে নিচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়।

সারা দেশের মত ঢাকাতেও পুরো দমে চলছে বিদ্যার দেবি সরস্বতীর আরাধনা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) থেকে প্রতিবছর দেশ সেরা মেধাবীরা বের হয়ে প্রশাসন সহ বিভিন্ন উচ্চ পদে আসীন হন। আর সেরাদের এই কারখানা প্রতিবারের মত এবারও সরস্বতী পূজা পালন করছে।

জগন্নাথ হলে উপমহাদেশের সবচেয়ে বড় সরস্বতী পুজার আয়োজন হয়েছে  বরাবরের মত। এছাড়াও রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হলে বিদ্যার দেবীর আরাধনা করা হচ্ছে।

জগন্নাথ হলে মোট ৬৮ টি মন্দিরে দেবীর আরাধনা করা হচ্ছে। ৬২টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের, জগন্নাথ হল পুকুরের মাঝে চারুকলা অনুষদের একটি মন্দির। এছাড়াও হলের কর্মচারীদের ৫ টি মন্দির রয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছেন, যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির স্বীকার হতে না হয় দর্শনার্থীদের।

সানবিডি/ঢাকা/আহো