কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কার্যকরে অনীহা

৪ ব্যাংকের এমডির বেতন-ভাতার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-১২ ১০:৩১:০৩


বেতন-ভাতা ও ছাঁটাই নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা কার্যকরে ব্যাংকগুলোর সময় চাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যে চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যক্তিগত সুযোগ-সুবিধার তথ্য যাচাইয়ে নেমেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ব্র্যাক, সিটি, ডাচ-বাংলা ও ইস্টার্ন।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের (এফআইসিএসডি) উদ্যোগ চারটি বিশেষ টিম গঠন করে এ সব ব্যাংকের এমডিদের বেতন-ভাতা, বিদেশ ভ্রমণ, গাড়িসহ অন্যান্য সুবিধার তথ্য যাচাই করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ে আরও চার এমডির তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে।

প্রথম পর্যায়ে তথ্য যাচাইয়ের আওতায় থাকা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবিবির বর্তমান চেয়ারম্যান। ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার গত মেয়াদে সংগঠনটির চেয়ারম্যান ছিলেন। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এবিবির ভাইস চেয়ারম্যান।

ডাচ-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন অবশ্য এবিবির কোনো দায়িত্বে নেই।

আগামী মার্চ থেকে কর্মকর্তা-কর্মচারীর ন্যূনতম বেতন-ভাতা, ছাঁটাই, পদোন্নতি, চাকরি স্থায়ী করা ও বার্ষিক বেতন বৃদ্ধি বিষয়ে গত ২০ জানুয়ারি সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা কার্যকরে ব্যাংকগুলোর অনীহার বিষয়টি জানার পর বাংলাদেশ ব্যাংক চাপ তৈরি জন্য এমডিদের সুযোগ সুবিধার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে নির্দেশনা পুনর্বিবেচনা ও বাস্তবায়নে আগামী জুন পর্যন্ত সময় চেয়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এমডিদের সংগঠন এবিবি গত ২৬ জানুয়ারি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

এএ