পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-০৩ ০৭:২৪:০৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন। তিনি সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন।

পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে পাঠানা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ ফেব্রুয়ারি,২২ থেকে তিনি এ পদে যোগদান করেন। এখানে যোগ দেওয়ার পূর্বে তিনি মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও হিসেবে কর্মরত ছিলেন।

প্রায় ১৮ বছর যাবত তিনি পুঁজিবাজার ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সুনামেন সাথে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ হাফিজ উদ্দিন এর আগে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ এবং লংকাবাংলা সিকিউরিটিজেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এ এমবিএ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ বিবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে একাধিকবার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর